১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে অটোরিকশা উল্টে পুলিশসহ আহত ৪

ময়মনসিংহের গৌরীপুরে রাত্রিকালীন ডিউটি শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও তিন পুলিশ সদস্য সহ চারজন আহত হয়েছেন। বুধবার সকালে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, মঙ্গলবার রাতে গৌরীপুর থানার একটি পুলিশ টিম শ্যামগঞ্জ বাজারে রাত্রিকালীন ডিউটি করতে যান। ডিউটি শেষে বুধবার সকালে গৌরীপুর ফেরার পথে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে   সড়কের পাশে মেহগনি গাছে ধাক্কা লেগে উল্টে পড়ে গেলে চালক ও তিন পুলিশ সদস্য আহত হন।
আহতরা হলেন- উপজেলার ধীতপুর গ্রামের মঞ্জুরুল হকের ছেলে পারভেজ মিয়া , গৌরীপুর থানার এএসআই ফয়েজ আলী, কনস্টেবল আবুল হোসেন ও মফিদুল ইসলাম।
দুর্ঘটনা পর আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে চালক মাসুদ পারভেজ ও মফিদুলকে প্রাথমিক দেয়া হয়েছে। গুরুতর আহত এএসএফ ফয়েজ আলী ও কনস্টেবল আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

দামুড়হুদায় স্কুলছাত্র হত্যা – আসামীদের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানব বন্ধন

গৌরীপুরে অটোরিকশা উল্টে পুলিশসহ আহত ৪

পোস্ট হয়েছেঃ ০৮:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে রাত্রিকালীন ডিউটি শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও তিন পুলিশ সদস্য সহ চারজন আহত হয়েছেন। বুধবার সকালে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, মঙ্গলবার রাতে গৌরীপুর থানার একটি পুলিশ টিম শ্যামগঞ্জ বাজারে রাত্রিকালীন ডিউটি করতে যান। ডিউটি শেষে বুধবার সকালে গৌরীপুর ফেরার পথে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে   সড়কের পাশে মেহগনি গাছে ধাক্কা লেগে উল্টে পড়ে গেলে চালক ও তিন পুলিশ সদস্য আহত হন।
আহতরা হলেন- উপজেলার ধীতপুর গ্রামের মঞ্জুরুল হকের ছেলে পারভেজ মিয়া , গৌরীপুর থানার এএসআই ফয়েজ আলী, কনস্টেবল আবুল হোসেন ও মফিদুল ইসলাম।
দুর্ঘটনা পর আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে চালক মাসুদ পারভেজ ও মফিদুলকে প্রাথমিক দেয়া হয়েছে। গুরুতর আহত এএসএফ ফয়েজ আলী ও কনস্টেবল আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।