
মোঃ সাইমন(১৪), পিতা- মো: ইউসুফ, মাতা: পলি বেগম, বাড়ী- রহিম মোল্লার বাড়ী, পেলিস্যার বাজার, সাং- মগধারা, সন্দ্বীপ, চট্টগ্রাম নামের ছেলেটি মাদ্রাসা থেকে হারিয়ে গেছে।
বর্ণনায় গত ৯ এপ্রিল ২৫ ইং সন্দ্বীপের গুপ্তছড়া বাজারের পূর্ব পাশে হাফেজিয়া ইসলামীয়া মাদ্রাসা থেকে আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে নিখোঁজ হয় সাইমুন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি লুঙ্গি আর গেঞ্জি। এ ব্যাপারে বাদীর সাথে মুঠোফোনে কথা হলে, বাদী এ প্রতিবেদককে জানান তিনি তার নাতি নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেছেন। তার কাছে জিডি নাম্বার জানতে চাইলে তিনি তা দিতে পারেন নি।
পরে সন্দ্বীপ থানায় ফোন করে তদন্ত কর্মকর্তা এসআই জাফর এর কাছে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে, এ বিষয়ে থানায় কোন জিডি এন্ট্রি হয় নি। একটি অভিযোগ আছে। এ বিষয়ে তিনি তদন্ত করেছেন। তবে নিখোঁজের কোন খোঁজ পাওয়া যায় নি।
নিখোঁজের ৩৫দিন অতিবাহিত হলেও কেন এ বিষয়ে থানায় জিডি করা হয়নি, সে বিষয়ে জিজ্ঞাস করা হলে তিনি বলেন আগামী কালকে বাদীকে থানায় ডাকা হয়েছে, আগামী কাল জিডি করা হবে বলে তিনি জানান।