
রাজশাহীর মহানগরীর কাটাখালি (আরএমপি) থানা থেকে ১৩ বছরের নাবালিকা কে অপহরণ মামলার মূল হতা আসামি বিশাল কে গ্রেপ্তার করে এবং অপহৃত ভিকটিম নাবালিকা কে উদ্ধার করেছে র্যাব-৫। অপহৃত ভিকটিম চৌমহনী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে। আসামি বিশাল আত্মীয়তার সুবাদে ভিকটিমের বাড়িতে যাতায়াত করত এবং ভিকটিমকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত বলে জানা যায়।২৪শে জুন ২০২৫ ইং তারিখে আনুমানিক ৯ টার সময় ভিকটিম প্রতিদিনের ন্যায় চৌমহনী বালিকা বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।আসামি বিশাল ও অজ্ঞাতনামা ২-৩ জন চৌমহনী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকিয়ে রাখে। ভিকটিমকে ফেরত দিবে না এবং বিভিন্ন হুমকি ধামকি দেয় বিশাল ভিকটিমের পরিবারকে।এমত অবস্থায় ভিকটিমের পিতা বাদী হয়ে কাটাখালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে র্যাব-৫ সিপিএসসির একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ০১/০৭/২০২৫ ইং আনুমানিক ১৬:৪৫ মিনিটে উক্ত আসামী বিশালকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে ও ভিকটিম নাবালিকা কে উদ্ধার করে।আসামি বিশাল কে ও ভিকটিম নাবালিকা কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালি থানায় হস্তান্তর করে র্যাব-৫।