
চট্টগ্রাম মহানগরীর হালিশহর বি-ব্লক এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে অবৈধ ভিওআইপি (Voice over Internet Protocol) ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার ১ জুলাই রাতে এ অভিযানে র্যাব সদস্যদের সঙ্গে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে জব্দ করা হয়েছে হাজার হাজার মোবাইল ফোনে ব্যবহৃত সিমকার্ড, অত্যাধুনিক ভিওআইপি সরঞ্জাম এবং ইলেকট্রনিক ডিভাইস। অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে গেটওয়ে ডিভাইস, হাই-স্পিড রাউটার, মোডেম, সার্ভার ইউনিট এবং সিমবক্স, যা ব্যবহার করে অবৈধভাবে আন্তর্জাতিক কল রিসিভ ও টার্মিনেট করা হচ্ছিল। র্যাব সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে হালিশহরের ওই ভবনে বসে আন্তর্জাতিক কল ফ্রডের মাধ্যমে কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। অভিযানের সময় ভবনের নির্দিষ্ট ফ্লোরে থাকা কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ ও কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইনে মামলার প্রস্তুতি চলছে। র্যাব-৭ এর এক কর্মকর্তা জানান, “অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকার প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।” র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনটিএমসি’র কারিগরি সহায়তা ও বিটিআরসির কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিজান খাঁনের হেফাজত থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ১২৮ পোর্টের ৯টি, ২৫৬ পোর্টের ২৩টি, ৫১২ পোর্টের ১টি, ১৬ পোর্টের ১টি এবং ৮ পোর্টের ১টি কালো রঙের সিম বক্স, ডেল মনিটর, ২,১০০টি রবি সিম, ১৩টি গ্রামীণফোন সিম, ১৯,১৮৩টি টেলিটক সিম এবং ৪টি বাংলালিংক সিমসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। বিটিআরসি সূত্রে আরও জানা যায়, এই চক্রের আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে এবং তারা ইন্টারনেটের মাধ্যমে দেশের বাইরে থেকে আন্তর্জাতিক কল এনে তা স্থানীয় মোবাইল নম্বরে রুট করত, যা সরকারের নির্ধারিত গেটওয়ে বাইপাস করে সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। অভিযান চলমান রয়েছে এবং র্যাব জানিয়েছে, ভবিষ্যতেও দেশের অন্যান্য এলাকায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।