০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘ছাত্রলীগ কর্মী গ্রেফতার

  • মাসুদ পারভেজ
  • পোস্ট হয়েছেঃ ০৭:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 270
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় , সেনাবাহিনী ও  পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর সক্রিয় সদস্য নাহিদ হাসান অপু (২৬) নামে এক যুবককে  গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে।  গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ জুলাই ২০২৫ তারিখ ভোররাতে  কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারপূর্ব প্রক্রিয়ায় অভিযুক্তের বাবা গোপালগঞ্জ কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বাড়ির মালিক হিসেবে তল্লাশিতে অসহযোগিতা ও বাধা প্রদান করেন। তবে যৌথ বাহিনী পেশাদারিত্বের সাথে অভিযান অব্যাহত রাখে এবং অভিযুক্ত নাহিদকে নিজ বাসার ছাদে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। অভিযানকালে অভিযুক্তের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,  ১টি মোবাইল ফোন,২টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। অভিযুক্ত অপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের মাদকাসক্তি, অস্ত্রসহ ভিডিও উদ্ধার শেষে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে পুলিশের হেফাজতে তাকে নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযোগকারী (ভুক্তভোগী) স্ত্রী মিসেস রিমি খানম কর্তৃক প্রদত্ত তথ্যানুযায়ী, অভিযুক্তের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা যায়নি। অভিযোগকারীর ভাষ্যমতে, অভিযুক্ত দীর্ঘদিন যাবৎ তার ও তার ভাইয়ের প্রতি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল এবং মহিলাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করছিল। উল্লেখযোগ্য যে, বাংলাদেশ সেনাবাহিনীর গোপালগঞ্জ সেনা ক্যাম্পে গোপালগঞ্জের একজন নারী আনসার সদস্যের মাধ্যমে অভিযোগকারীর সাক্ষাৎকারে সকল প্রকার তথ্য সংগ্রহ করা হয়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

শৈলকুপায় জমি দখল নিয়ে দাদাগিরি! পরিবারের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘ছাত্রলীগ কর্মী গ্রেফতার

পোস্ট হয়েছেঃ ০৭:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় , সেনাবাহিনী ও  পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর সক্রিয় সদস্য নাহিদ হাসান অপু (২৬) নামে এক যুবককে  গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে।  গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ জুলাই ২০২৫ তারিখ ভোররাতে  কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারপূর্ব প্রক্রিয়ায় অভিযুক্তের বাবা গোপালগঞ্জ কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বাড়ির মালিক হিসেবে তল্লাশিতে অসহযোগিতা ও বাধা প্রদান করেন। তবে যৌথ বাহিনী পেশাদারিত্বের সাথে অভিযান অব্যাহত রাখে এবং অভিযুক্ত নাহিদকে নিজ বাসার ছাদে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। অভিযানকালে অভিযুক্তের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,  ১টি মোবাইল ফোন,২টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। অভিযুক্ত অপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের মাদকাসক্তি, অস্ত্রসহ ভিডিও উদ্ধার শেষে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে পুলিশের হেফাজতে তাকে নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযোগকারী (ভুক্তভোগী) স্ত্রী মিসেস রিমি খানম কর্তৃক প্রদত্ত তথ্যানুযায়ী, অভিযুক্তের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা যায়নি। অভিযোগকারীর ভাষ্যমতে, অভিযুক্ত দীর্ঘদিন যাবৎ তার ও তার ভাইয়ের প্রতি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল এবং মহিলাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করছিল। উল্লেখযোগ্য যে, বাংলাদেশ সেনাবাহিনীর গোপালগঞ্জ সেনা ক্যাম্পে গোপালগঞ্জের একজন নারী আনসার সদস্যের মাধ্যমে অভিযোগকারীর সাক্ষাৎকারে সকল প্রকার তথ্য সংগ্রহ করা হয়।