
কুমিল্লার মুরাদনগরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে মা-মেয়েসহ এক পরিবারের তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) মুরাদনগর উপজেলাধীন বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, আগের দিন সন্ধ্যায় এলাকাবাসী সিদ্ধান্ত নিয়ে সকালে তাদের একজনকে কুপিয়ে এবং দুই জনকে গণপিটুনি দিয়ে হত্যা করে। গণপিটুনিতে আরো একজন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হচ্ছেন-কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি(৫৫), তার পুত্র রাসেল মিয়া (২৮), মেয়ে জোনাকি আক্তার (২২)। এছাড়াও গণপিটুনিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কড়ইবাড়ি গ্রামের মো: মোস্তফা জানান, আগের দিন এলাকাবাসী সিদ্ধান্ত নিয়ে সকালে তাদের গণপিটুনি দিয়ে শেষ করেছে।তিনি দাবি করেন, রুবি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আগের দিন সে স্থানীয় মেম্বার ও কয়েকজনকে মারধর করে।
স্থানীয় সূত্র বলছে, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আজ সকাল ৯ টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হানা দিয়ে তাদেরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পরে বিস্তারিত জানানো হবে।