
ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে সালন্দর চৌধুরীহাট নামক স্থানে সকাল ৯:০০ টায় সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন ঠাকুরগাঁও বেতারের মনি চৌধুরী। বাসা থেকে ঠাকুরগাঁও বেতারে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে গেলে দশ চাকা মাল বাহি ট্রাক তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে একটি পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।