০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে পরকীয়ার জেরে স্বামী খুন: স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে স্বামী জসিম উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রিতা খাতুন হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং তার প্রেমিক আব্দুল মালেক ভালকী গ্রামের জালাল মন্ডলের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ১৭ নভেম্বর রাতে রিতা ও তার প্রেমিক আব্দুল মালেক কৌশলে জসিম উদ্দিনকে বাড়ির পাশে ডেকে নিয়ে গিয়ে চেতনানাশক খাইয়ে হত্যা করেন। পরে নিহতের ভাই আব্দুর রশিদ হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিশ মন্ডল আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে রায় ঘোষণা করা হয়।

রায়ে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট নেকবার ও অ্যাডভোকেট রিমা ইয়াসমিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট গৌতম কুমার।

রায় ঘোষণার পর নিহতের ভাই ও মামলার বাদী আব্দুর রশিদ বলেন, আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, আমরা আদালতে তা প্রমাণ করতে পেরেছি।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

শৈলকুপায় জমি দখল নিয়ে দাদাগিরি! পরিবারের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ

ঝিনাইদহে পরকীয়ার জেরে স্বামী খুন: স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

পোস্ট হয়েছেঃ ১২:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে স্বামী জসিম উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রিতা খাতুন হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং তার প্রেমিক আব্দুল মালেক ভালকী গ্রামের জালাল মন্ডলের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ১৭ নভেম্বর রাতে রিতা ও তার প্রেমিক আব্দুল মালেক কৌশলে জসিম উদ্দিনকে বাড়ির পাশে ডেকে নিয়ে গিয়ে চেতনানাশক খাইয়ে হত্যা করেন। পরে নিহতের ভাই আব্দুর রশিদ হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিশ মন্ডল আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে রায় ঘোষণা করা হয়।

রায়ে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট নেকবার ও অ্যাডভোকেট রিমা ইয়াসমিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট গৌতম কুমার।

রায় ঘোষণার পর নিহতের ভাই ও মামলার বাদী আব্দুর রশিদ বলেন, আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, আমরা আদালতে তা প্রমাণ করতে পেরেছি।