
কয়রায় একটি বিষয় নিয়ে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এমন অভিযোগ তুলে ধরেন চান্নিরচক গ্রামের ভুপতি বৈদ্যর স্ত্রী অনিতা বৈদ্য। তিনি বলেন, চাকুরী সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অনিতা বৈদ্য জানান, ২০২৩ সালে তার ছেলে রাহুল বৈদ্যের চাকুরীর জন্য স্থানীয় চান্নিরচক গ্রামের আব্দুল জব্বার সরদারের পুত্র আব্দুল রাজ্জাকের সাথে যে আর্থিক লেনদেন করা হয় তা ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনার সাথে হরিনগর গ্রামের অহিদুজ্জামান কালু এবং মনিরুজ্জামান মন্টুর কোনো সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যেই অসত্যভাবে তাদের নাম জড়ানো হয়েছে। অনিতা বৈদ্য আরও জানান, সম্প্রতি একজন অজ্ঞাত ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে তার বাড়িতে যান, যাকে তিনি চিনতেন না এবং বাড়িতে আমন্ত্রণও জানাননি। ওই ব্যাক্তির প্ররোচনাতেই তিনি ভিডিও সাক্ষাৎকারে মনিরুজ্জামান মন্টু ও অহিদুজ্জামান কালুর নাম উল্লেখ করেছিলেন, যা তাকে ভুল বুঝিয়ে করানো হয়। এ সময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, পরবর্তীতে সে জানতে পারেন যে তার নাম ব্যবহার করে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ আমার অজানা ছিল। সংবাদ সম্মেলনের মাধ্যমে অনিতা বৈদ্য প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।