
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের পানি খাওয়ার অস্বাস্থ্যকর পরিবেশ, রোগীরা সুস্থ হতে এসে অসুস্থ হয়ে যায় এরকম ভুতুড়ে পরিবেশে।
সরজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, এখানে রোগীদের পানি খাওয়ার জন্য একটি টিবওয়েল রয়েছে, কিন্তু তার পরিবেশ অত্যন্ত নোংরা। একরকম বাধ্য হয়েই পানি পান করতে হচ্ছে তাদের।
কমপ্লেক্স এর ভেতরের পরিবেশ দেখলে মনে হয় এ যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়,
অবহেলার ভুতুড়ে পরিবেশ,।
একরকম বাধ্য হয়েই রোগীদের পার করতে হচ্ছে এরকম করুন দিন।
তাহলে কি আমরা বুঝবো এখানে সরকারী কর্মকর্তা-কর্মচারী নেই।
তাদের চোখে কি এসব পরে না।
এসবের সমাধানের জন্য উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি।