০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে লরি চাপায় পিক-আপ চালকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির লরির চাপায় শুকলাল দাস (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ফৌজদারহাট জলিল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকলাল দাস উপজেলার মাদামবিবিরহাট জেলেপাড়া এলাকার তেজেন্দ্র দাসের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত শুকলাল দাস তার পিকআপটি পাশে রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি লরি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর লরিটি তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর লরিচালককে আটক করা হয়েছে এবং ঘাতক লরিটিও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

লালমনিরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে লরি চাপায় পিক-আপ চালকের মর্মান্তিক মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৮:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির লরির চাপায় শুকলাল দাস (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ফৌজদারহাট জলিল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকলাল দাস উপজেলার মাদামবিবিরহাট জেলেপাড়া এলাকার তেজেন্দ্র দাসের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত শুকলাল দাস তার পিকআপটি পাশে রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি লরি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর লরিটি তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর লরিচালককে আটক করা হয়েছে এবং ঘাতক লরিটিও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।