
নেত্রকোণার আটপাড়ায় ৭ই জুলাই লাঙ্গুলিয়া খাল পানি ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ঘটিকা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতহীন ভাবে সমিতির কার্য্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এখানে উল্লেখ্য যে, নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, পুরুষ ও মহিলা সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ইতিপূর্বে সমিতি’র নির্বাচন পরিচালনা কমিটি বেসরকারি ভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেছেন।
আজ শুধু সাধারণ সম্পাদক পদে দুজন ও কোষাধ্যক্ষ পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে সাধারণ সম্পাদক পদে হিরণ আহম্মেদ ১৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নিবর্চিত হন এবং কোষাধ্যক্ষ পদে ইমরান হোসেন তুহিন ৩২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।