
শরণখোলা উপজেলায় ফজিলা বেগম (৫৫) নামে এক মহিলা সাপের কামড়ে মারা গেছেন। ফজিলা বেগম বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে ঘরের পিছনের দরজা খুলে দাঁড়ালে বিষধর সাপ কামড় দেয় তার পায়ে। ফজিলত বেগম চিৎকার করলে তার স্বামী মানিক গাজী ছুটে আসেন। ফজিলা বেগমের স্বামী মানিক গাজী দেখেন পায়ে সাপের কামড়ের জায়গায় সাপের দাঁত ভেঙে আছে। এর পর ফজিলা বেগম বমি করে নিস্তেজ হয়ে পড়েন। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফজিলা বেগমের বাড়ী শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের ৮ নং পশ্চিম গোলবুনিয়া ওয়ার্ডে। সাপের কামড়ে মারা যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে আছেন।