
চট্টগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি এডভোকেট চন্দন বিশ্বাস এর জ্যেষ্ঠ পুত্র তীর্থ বিশ্বাস গত ৬এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহয় হয়। ১৭এপ্রিল সকাল ৮টায় সরকারি আনুষ্ঠানিক কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রথমে নগরীর জেএমসেন হলে সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জ্ঞাপন শেষে তীর্থ এর মরদেহ নিজ বাড়ি আনোয়ারা উপজেলার গুজরা গ্রামে নিয়ে আসা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে বেলা ১১টায় তীর্থ এর শেষকৃত্য সম্পন্ন করা হয়। এতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলা পুজা উদযাপন পরিষদ, আইনজীবি ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা ঐক্য পরিষদ, আইনজীবী বিজয়া সম্মিলনী পরিষদ, শতায়ু অঙ্গন সহ বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।