
যুগ্ম আহ্বায়ক, জনাব মোহাম্মদ আফাজ উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের আপামর সাধারণ জনতা রাজনীতিবীদদের কে সম্মান করেন,অনুকরণ,অনুসরণ করেন।তাই রাজনীতিবীদদের উচিত একটা আদর্শ ,ন্যায়নীতি পরায়ণ জীবন ব্যাবস্থায় নিজেকে পরিচালিত করা যাতে সাধারণ জনগণের মাঝে কোনো ভুল বা বিভ্রান্তিকর,ন্যায়নীতি বিবর্জিত কোনো মেসেজ না যায়। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি রাজনীতির সর্বোচ্চ জায়গায় থেকে আমাদের প্রতিনিয়ত যে মেসেজ দিয়ে যাচ্ছেন তা যদি আমরা উপলব্ধি না করি,তাঁর কথার,তাঁর চিন্তার পালস যদি আমরা না বুঝি তাহলে সেটা হবে আমাদের জন্য এক অশনিসংকেত। যারা পতিত স্বৈরাচার তারা তো নি:শেষ হয়ে যায় নাই।তারা এই সমাজেই আনাচে-কানাচে লুকিয়ে আছে এবং তারা সদা প্রস্তুত একটা অস্থির,অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। আমাদের সদা জাগ্রত এবং সচেতন থাকতে হবে তাদের ব্যাপারে।বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল।বিএনপির কাছে মানুষের আশা আকাংক্ষা অনেক এবং বিএনপি হলো সাধারণ জনগণের আস্থার, ভরসার জায়গা।সেই জায়গা থেকে আমাদের সকলের উচিত সজাগ দৃষ্টি রাখা, সচেতন থাকা এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আমলের মতো আমরা কেউ যেন সে পথে না চলি সেই ব্যাপারে আমাদের সতর্ক ও সাবধান থাকতে হবে।দলের কারো জন্য যদি বিএনপির ইমেজ ক্ষুন্ন হয় তাহলে তাকে বিএনপি তে প্রয়োজন নেই।কারণ নি:সন্দেহে ব্যাক্তির চেয়ে দল বড়। যাদের মুখের কথা আর কর্মে কোনো মিল নেই,যারা বক্তব্য দেয়ার সময় বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে তার ভিন্ন চলে তাদের বিরুদ্ধে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই দলের স্বার্থে, দেশের স্বার্থে।যারা মনে করেন দলে তাদের অনেক অবদান,তারা জেল জুলুম হামলা মামলার স্বীকার হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, দল অবশ্য ই আপনাদের সেই সম্মান দিবে এবং মূল্যায়ন করবে কিন্তু আপনাদের বিগত দিনের এই অবদানের জন্য আপনারা এখন যা খুশি তাই বলবেন,যা খুশি তাই করবেন তা হবে না,সেটা আমরা কোনো ভাবেই হতে দিব না।আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আপনাদের প্রতিহত করবো।কারণ এই দল,এই দেশ আমাদের সকলের। একে কলংকমুক্ত রাখা,নিরাপদ রাখা, ইমেজ ক্ষুন্ন হতে না দেয়া আমাদের সকলের দ্বায়িত্ব। দলের সর্বোচ্চ জায়গা থেকে দলের বিরুদ্ধে যারা কাজ করেছে অথবা যারা দলের ইমেজ ক্ষুন্ন করেছে,ফ্যাসিবাদের দোসরদের সাথে মিলে নিজের ব্যাক্তিগত লাভের জন্য কাজ করেছে,যোগাযোগ রেখেছে তাদের বিরুদ্ধে দল ব্যাবস্থা নিয়েছেন। কিন্তু দল ব্যাবস্থা নেয়ার পরেও দলের ভেতরে থেকে গুটি কয়েক জন তাদের সেই সব বহিষ্কৃত, শাস্তিপ্রাপ্ত লোকদের,অন্যায়কারীদের সাথে নিয়ে চলছেন এবং তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এটা দলের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জীবনের দিকে তাকালে আমরা দেখি একটা স্বচ্ছ কাঁচ। যেখানে কোনো আঁচড় নাই।পরিচ্ছন্ন, সততার এক মূর্ত প্রতীক।যিনি এমপি হওয়ার সুযোগ পেয়েও সেই পদ ছেড়ে দিয়েছেন। অতি নির্লোভ একজন মানুষ, যাঁর জীবন যাপন, খুবই সাদাসিধা, সাধারণ, অমায়িক,বিনয়ী।আমরা তাঁর কাছ থেকে শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তবে ই আমরা হবো সফল,স্বার্থক। কিন্তু কেউ কেউ এমপি হওয়ার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করতেছেন,এটাকেই জীবনের মূখ্য উদ্দেশ্য হিসেবে নিয়েছেন। লোভ লালসাতে পড়ে আছেন।এগুলো দলের জন্য ক্ষতিকর।এদের প্রতিহত করতে হবে।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যথার্থই বলেছেন -“দল কোনো ভাইয়ের জন্য নয়,দেশের জনগণের স্বার্থে রাজনীতি করতে হবে।” নিজের স্বার্থ এবং লোভ লালসার উর্ধ্বে উঠে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং দেশের জন্য কাজ করি,দেশের মানুষের জন্য কাজ করি। অনেক নেতারাই আত্মীয়করণ করে এতে দলের নিবেদিত কর্মীরা বঞ্চিত হয়,তারা কষ্ট পায় অথচ দলের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারাই অগ্রগণ্য।আত্মীয়করন করে দলের তৃণমূলের, দলের নিবেদিত কর্মীদের সাথে অন্যায় করা হয়।এই অন্যায়ের প্রতিবাদ আমাদের ই করতে হবে।আওয়াজ উঠান সবাই সবার জায়গা থেকে। এদেরকে বয়কট করুন।ভয় পেয়ে নিশ্চুপ থাকবেন না।যৌক্তিক দাবীতে কথা বলুন।চুপ করে মেনে নিবেন না।আপনি আওয়াজ উঠান তারপর পিছনে তাকিয়ে দেখেন আপনি একা নন।আপনার সাথে আরও অনেকেই আছে যারা নিজেদের প্রাপ্য অধিকার, সম্মান ফেরত চায়।
পদ বা সম্মান এটা সরাসরি আল্লাহর তরফ থেকে ই আসে।তাই আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে যে সম্মান,যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামীন এর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই আমি মনে করি।যতদিন বেঁচে থাকবো দলের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাব সৎ থেকে ইনশাআল্লাহ।আমাকে দিয়ে কোনো অন্যায় হয়নি,হবেও না ইনশাআল্লাহ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ভাষায় বলতে হয়,”শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। শেষ কথা-কূটকৌশল নয়, নিজের সততা দিয়ে সকলের মন জয় করুন