
ঐক্য ও সম্প্রীতির আহ্বানে রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেড-এর প্রথম মিলনমেলা। শনিবার ১৯ এপ্রিল সন্ধ্যায় এই আয়োজনে দেশের বিভিন্ন জেলার ১৫টি সরকারি জিলা স্কুলের প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। এই মিলনমেলায় পরিণত হয় এক আনন্দঘন পরিবেশে, যেখানে গল্প-আড্ডা, স্মৃতিচারণ এবং বন্ধুত্বের মধুর মুহূর্তগুলো ছুঁয়ে যায় সবার মন। অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স্থপতি মাসুদুর রহমান খান। তিনি ক্লাব গঠনে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ক্লাবকে দেশের অন্যতম বৃহৎ প্রাক্তন ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেড এর সম্মানিত প্রতিষ্ঠাকালীন পরিচালক আরিফ চৌধুরী রাসেল ও সম্মানিত সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্যগণ, যাঁরা সবাই মিলে ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি স্থপতি মাসুদুর রহমান খান। উপস্থিত ছিলেন ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রতিষ্ঠাকালীন পরিচালক মোহাম্মদ রাজিবুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ ওমর ফারুক, মোঃ মনোয়ার সিকদার, বি এম জাহিদ হোসেন, অজিত কুমার সাহা, মাতুজ আলী কাদেরী, মেহেদী হাসান তমাল, মুহাম্মদ আরিফুর রহমান, মু. দিদারুল ইসলাম ভূইয়াঁ,.মোঃ পারভেজ রানা, মোহাম্মদ হাবীব রশীদ, মোঃ শামসুর রহমান ভূইয়াঁসহ ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের সদস্য ও পরিবারের সদস্যরা।