
নেছারাবাদ ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি, নতুন দায়িত্বে আব্দুল্লাহ আল জুবায়ের।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার অধীন নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান আহমেদ সাজিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কার্যক্রমের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসাথে ছাত্রদলের পিরোজপুর জেলা শাখা সিন্ধান্ত মোতাবেক নেছারাবাদ উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহ্বায়ক হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ ৪ মে ২০২৫ (রবিবার) এক জরুরি সভায় এই সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সভাপতি হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাকি।
এই সিন্ধান্তের মাধ্যমে জেলা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্র সংগঠনের ভেতরে শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রেরণ করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাহিদ।