১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি পিস্তল ও গুলিসহ রাজবাড়ীতে গ্রেফতার ২, আদালতে সোপর্দ

  • Nasir Mahmud
  • পোস্ট হয়েছেঃ ০২:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • 16

রাজবাড়ীতে বিদেশি পিস্তল, গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ দু’জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারের পর শনিবার (১০ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সূত্র জানায়, শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাঈদ মন্ডল ও সবুজ মন্ডলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাঈদ মন্ডল মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামের মেছের মন্ডলের ছেলে এবং সবুজ মন্ডল একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, তারা সূর্যনগর এলাকার চিহ্নিত চাঁদাবাজ দলের মূল হোতা। অভিযোগ রয়েছে, অপরাধ গোপনের উদ্দেশ্যে তারা সূর্যনগর বাজার এলাকার সকল সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

চাকরি ছেড়ে পেঁপে চাষ করে সফল স্বাবলম্বী হয়েছে রিয়াদুল

বিদেশি পিস্তল ও গুলিসহ রাজবাড়ীতে গ্রেফতার ২, আদালতে সোপর্দ

পোস্ট হয়েছেঃ ০২:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

রাজবাড়ীতে বিদেশি পিস্তল, গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ দু’জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারের পর শনিবার (১০ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সূত্র জানায়, শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাঈদ মন্ডল ও সবুজ মন্ডলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাঈদ মন্ডল মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামের মেছের মন্ডলের ছেলে এবং সবুজ মন্ডল একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, তারা সূর্যনগর এলাকার চিহ্নিত চাঁদাবাজ দলের মূল হোতা। অভিযোগ রয়েছে, অপরাধ গোপনের উদ্দেশ্যে তারা সূর্যনগর বাজার এলাকার সকল সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।