
পটুয়াখালী বাউফল বগা লোহালিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে চারটি থানায় এলাকাবাসীরা মানববন্ধন করেছেন ঢাকা জাতীয় প্রেসক্লাবে শনিবার (১০ মে ) বেলা ১২ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে সামনে
মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধনে ঢাকা বাউফল দশমিনা গলাচিপা ও দুমকির সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বগা লোহালিয়া নদীতে সেতু বাস্তবায়ন পরিষদ এর ।
আহব্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে আরও বক্তব্য প্রদান করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ইঞ্জি. এ কে এম ফারুক তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদ, জিয়া পরিষদের আহ্বায়ক জনাব আনিসুর রহমান আনিস,দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলী আজম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন,
বক্তারা অবিলম্বে বাউফলের বগার লোহালিয়া নদীতে ৯ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু বাস্তবায়নের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধানের কাছে দাবি জানান।