
কুমিল্লা দাউদকান্দি থেকে মিজানুর রহমান মিজান।। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শহীদনগর
এলাকায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ
অভিযানে মাদক ব্যবসায়ী অপু সরকার (২৬) কে মাদকসহ গ্রেফতার করে৷ সে অনেক দিন যাবত মাদক
ব্যবসা চালিয়ে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অপু সরকার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকার
ভাগলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অপু সরকারের গ্রেফতারের
বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী৷
(১০ মে) শনিবার সকাল ৮টায় উপজেলার শহীদনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩
পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী অপু
সরকার (২৬) কে মাদকসহ গ্রেফতার করা হয়৷
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী জানান,তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য
আইনে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় জনগণ যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদক
নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।