১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩

কাজী আতিকুর রহমান নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।এ সময় সেনাবাহিনীর অভিযানে পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ,মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে নাজিম উদ্দিন শেখ,মৃত এনামুল মোল্লার ছেলে মোঃ চঞ্চল মোল্যা কে আটক করা হয়।এসময় অভিযানে আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশীয় পিস্তল,অ্যামোনেশন (কার্তুজ) বানানোর উপকরণ, ৬ রাউন্ড তাজা কার্তুস,১৭ টি খালি কার্তুজ,২ টি চাইনিজ কুড়াল,২ টি ছুরি,৭ টি স্যানদা,৭ টি বল্লম,১ টি ট্যাটা,২টি তির ধনুক,৩ টি চাপাতি,১৯ টি সোরকি,৬ টি ঢাল,২ টি সর্ট গানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কালিয়া থানা সুত্রে জানা যায়,আসামিদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের পস্তুতি চলছে,আজই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।##
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩

পোস্ট হয়েছেঃ ১১:০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
কাজী আতিকুর রহমান নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।এ সময় সেনাবাহিনীর অভিযানে পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ,মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে নাজিম উদ্দিন শেখ,মৃত এনামুল মোল্লার ছেলে মোঃ চঞ্চল মোল্যা কে আটক করা হয়।এসময় অভিযানে আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশীয় পিস্তল,অ্যামোনেশন (কার্তুজ) বানানোর উপকরণ, ৬ রাউন্ড তাজা কার্তুস,১৭ টি খালি কার্তুজ,২ টি চাইনিজ কুড়াল,২ টি ছুরি,৭ টি স্যানদা,৭ টি বল্লম,১ টি ট্যাটা,২টি তির ধনুক,৩ টি চাপাতি,১৯ টি সোরকি,৬ টি ঢাল,২ টি সর্ট গানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কালিয়া থানা সুত্রে জানা যায়,আসামিদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের পস্তুতি চলছে,আজই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।##