
আনোয়ারা ইসলাম হেফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার পুরস্কার ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ মাগরিব শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান ১২ নং ওয়ার্ড দক্ষিণ গুনরাজদি এলাকার আনোয়ারা ইসলাম হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ ও ছবক প্রধান অনুষ্ঠান মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা কমিটির সদস্য মোঃ আনিসুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য ও সবক প্রধান ও পুরস্কার বিতরণ করেন অত্র মাদ্রাসার পরিচালক আ ন ম নুরুল রহমান মাদানী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা সেক্রেটারি আব্দুল কাদের। মাদ্রাসার সদস্য আলমগীর হোসেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন হায়াতুন নেছা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মনির হোসেন গাজী। দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সুজন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু তালহা ও হাফেজ মাওলানা মোঃ ফয়সাল।
উক্ত অনুষ্ঠানে অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্য বলেন অত্র মাদ্রাসাটিকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আগামীতেও শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করণীয় তাই আমরা করে যাব।