১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ ২০ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়ন মিয়া (৩৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, নয়নের বাড়ি থেকে এ সময় ১৯০ পিস ইয়াবা ও ১.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির ৩,৩০০ টাকা জব্দ করা হয়েছে। নয়ন দক্ষিণ উমানন্দ গ্রামের নজরুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ইতোমধ্যে ২০টি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নয়নের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নয়নের বিরুদ্ধে ইতিপূর্বে ১৯টি মামলা ছিল এবং সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় আরও একটি মামলা যুক্ত হয়েছে।
তিনি বলেন, “নয়ন এ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে রোববার কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে।”
পুলিশের এই সফল অভিযান এলাকায় প্রশংসিত হয়েছে। মাদক নির্মূল ও সমাজকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

শত কোটি টাকার সম্পদ রক্ষার্থে ভিপি সাজ্জাদ বিএনপির পদ প্রত্যাশী

কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ ২০ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৮:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়ন মিয়া (৩৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, নয়নের বাড়ি থেকে এ সময় ১৯০ পিস ইয়াবা ও ১.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির ৩,৩০০ টাকা জব্দ করা হয়েছে। নয়ন দক্ষিণ উমানন্দ গ্রামের নজরুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ইতোমধ্যে ২০টি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নয়নের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নয়নের বিরুদ্ধে ইতিপূর্বে ১৯টি মামলা ছিল এবং সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় আরও একটি মামলা যুক্ত হয়েছে।
তিনি বলেন, “নয়ন এ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে রোববার কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে।”
পুলিশের এই সফল অভিযান এলাকায় প্রশংসিত হয়েছে। মাদক নির্মূল ও সমাজকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।