
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮৪টি ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাশীপুর ইউনিয়নের নাগরাজ নামক স্থানে এ অভিযান চালানো হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, অভিযানে সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মোবাইলগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৫২ হাজার টাকা। মোবাইল ফোনের পাশাপাশি কিছু মোবাইল যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, চোরাকারবারীদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয়দের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিজিবিকে সহায়তা করতে সীমান্ত এলাকার জনগণকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”