
ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আজ নকলায় আরও একটি মহতী উদ্যোগ বাস্তবায়ন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ২০২৫–এর অংশ হিসেবে আজ নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যারের হাতে একটি ফুলের চারা তুলে দেওয়া হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্মানিত স্যারবৃন্দ। এ সময় কলেজ প্রাঙ্গণে কৃষ্ণচূড়া ও অর্জুন গাছের চারা রোপণ করা হয়।পরবর্তীতে কায়দা গোরস্থান মাদ্রাসার হাফেজ ছাত্রদের হাতেও একটি করে বৃক্ষচারা তুলে দেওয়া হয়,
যেন তারা ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার দায়িত্বশীলতায় উদ্বুদ্ধ হয়। ছাত্রশিবির নকলা শাখা শুধুই সংগঠন নয়—এটি একটি আদর্শিক আন্দোলন, যেখানে পরিবেশ, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা সর্বাগ্রে।
“একটি বৃক্ষ, একটি প্রাণ ,
সবুজে বাঁচুক বাংলাদেশ।”