
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস্ লিমিটেড কারখানার এক শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। শনিবার (১৯ এপ্রিল) সকালে কারখানা কর্তৃপক্ষ শোক প্রকাশ করে এবং অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে নোটিশ প্রকাশ করে। কারখানার মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারওয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ সকাল থেকে কারখানা খুলে দেওয়া হয়েছে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকেরা বলেন, আমাদের সহকর্মীর আত্মহত্যার জন্য যে দুই কর্মকর্তাকে দায়ী করা হয়েছে, তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় আমরা আন্দোলনে না গিয়ে কাজে ফিরে এসেছি। আশা করি, তাঁর পরিবার সঠিক বিচার পাবে। শ্রমিকদের অভিযোগ, অভিযুক্ত দুই কর্মকর্তা কারখানায় যোগ দেওয়ার পর থেকে শ্রমিকদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন কথায় কথায় ছাঁটাইয়ের হুমকি দিতেন। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. যোবায়ের জানান, নিহতের স্বজনেরা বর্তমানে তাঁদের গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তাঁরা ফিরলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।