
শরণখোলায় আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়েছে স্বামী পরিত্যক্তা গার্মেন্টস কর্মী শিল্পীর (৪০) ঘরে থাকা সবকিছু । শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের ৯ নং খুড়িয়া খালি ওয়ার্ডের মৃতঃ হাকিম শিকদারের মেয়ে গার্মেন্টস কর্মী শিল্পীর ঘরে আগুন লাগে । শিল্পী বলেন আনুমানিক আজ ভোর রাত ৩.৩৫ মিনিটের সময় ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাদের গায়ে গরম কিছু পড়ে তখন শিল্পী ও ঘরে থাকা তার মেয়ে রেশমি আক্তার চিৎকার করে ঘর থেকে বাইরে বের হলে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। শিল্পীর পাশের ঘরে তার আপন বড় ভাই জামাল শিকদার স্থানীয় লোকজনদের সাথে নিয়ে আগুন নিভাতে আসে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাদের চেষ্টা ব্যর্থ করে শিল্পীর ঘরের আগুনের তীব্রতা আরো বেড়ে যায়। শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জানানো হলে ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভান। ততক্ষণে শিল্পীর ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকা আসবাবপত্র ফার্নিচার টিভি ফ্রিজ ও ড্রামে থাকা চাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার বিষয় জানতে চাইলে শিল্পীর প্রতিবেশী আপন বড় ভাই জামাল শিকদার বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে শিল্পী বলেন তার ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকা সহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শিল্পীর একমাত্র মেয়ে রেশমির আক্তারের বিয়ের জন্য আস্তে আস্তে সব কিছু তৈরি করেছিলেন। আগুন লাগার খবর শুনে ছুটে যান শরণখোলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিন হাওলাদার ও ৪ নং সাউথখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। তারা বলেন আগুনে ক্ষতিগ্রস্ত শিল্পী কে সহযোগিতা করবেন।