০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলো কবি নজরুল কলেজ ছাত্রদল

শাহবাগে জাতীয় সংগীত অবমাননার ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা।
রবিবার (১১ মে) রাত সাড়ে ১০টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় অর্ধশত নেতাকর্মীরা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধ এবং জাতীয় সংগীত এই দুটি বিষয় আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো নিয়ে আমরা আপসহীন।
তিনি আরো বলেন, শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেটার সাথে  আমাদের কোনো দ্বিমত নেই। তবে ওই আন্দোলনের একাংশ যেভাবে জাতীয় সংগীতকে অবমাননা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এটি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এই অবমাননার প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছি।
এদিকে ছাত্রদলের জাতীয় সঙ্গীত পরিবেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কবি নজরুল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম বলেন, শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বেশকয়েকজন উত্তেজিত হয়ে তা বন্ধ করে দিয়েছে। সেই দৃশ্য দেখার পর খুব খারাপ লেগেছে। আজ ছাত্রদলের সমবেত জাতীয় সঙ্গীত গাওয়া দেখে বেশ ভালো লেগেছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

চাটমোহর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা আটক

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলো কবি নজরুল কলেজ ছাত্রদল

পোস্ট হয়েছেঃ ০৫:৪৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
শাহবাগে জাতীয় সংগীত অবমাননার ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা।
রবিবার (১১ মে) রাত সাড়ে ১০টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় অর্ধশত নেতাকর্মীরা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধ এবং জাতীয় সংগীত এই দুটি বিষয় আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো নিয়ে আমরা আপসহীন।
তিনি আরো বলেন, শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেটার সাথে  আমাদের কোনো দ্বিমত নেই। তবে ওই আন্দোলনের একাংশ যেভাবে জাতীয় সংগীতকে অবমাননা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এটি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এই অবমাননার প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছি।
এদিকে ছাত্রদলের জাতীয় সঙ্গীত পরিবেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কবি নজরুল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম বলেন, শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বেশকয়েকজন উত্তেজিত হয়ে তা বন্ধ করে দিয়েছে। সেই দৃশ্য দেখার পর খুব খারাপ লেগেছে। আজ ছাত্রদলের সমবেত জাতীয় সঙ্গীত গাওয়া দেখে বেশ ভালো লেগেছে।