০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • আবু রায়হান
  • পোস্ট হয়েছেঃ ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • 117
পটুয়াখালীর বাউফলে তাল গাছ থেকে পড়ে মো. সোহান (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল পৌর শহরের আশরাফ মাওলানা মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্ত গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশাগতভাবে চুক্তিভিত্তিক নারিকেল ও পানিতাল সংগ্রহের কাজ করতেন। জানা গেছে, মাত্র ৪০০ টাকার চুক্তিতে তিনি ওই তাল গাছে উঠেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাল গাছে ওঠার পর পানিতাল সংগ্রহ করতে গিয়ে হঠাৎ করে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান জানান, “নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

চাটমোহর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা আটক

বাউফলে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পোস্ট হয়েছেঃ ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
পটুয়াখালীর বাউফলে তাল গাছ থেকে পড়ে মো. সোহান (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল পৌর শহরের আশরাফ মাওলানা মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্ত গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশাগতভাবে চুক্তিভিত্তিক নারিকেল ও পানিতাল সংগ্রহের কাজ করতেন। জানা গেছে, মাত্র ৪০০ টাকার চুক্তিতে তিনি ওই তাল গাছে উঠেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাল গাছে ওঠার পর পানিতাল সংগ্রহ করতে গিয়ে হঠাৎ করে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান জানান, “নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার।