০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে জনগণকে সঙ্গে নিয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করলেন চেয়ারম্যান

  • মংচিন থান
  • পোস্ট হয়েছেঃ ১০:৫৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • 50
বরগুনা জেলার তালতলী উপজেলার শাকিরখালী ইউনিয়ন পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট জনগণকে সঙ্গে নিয়ে ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক খান। আয়োজনে সহযোগিতা করেন উন্নয়ন সংস্থা ‘রাইট টু গ্রো’। এ অনুষ্ঠানে ইউপি সদস্য, স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মো. ফারুক খান তার বক্তব্যে গত অর্থবছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।  তিনি বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই আমরা উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”  তিনি আরও জানান, গত অর্থবছরে ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।  নতুন অর্থবছরেও জনগণের চাহিদা অনুযায়ী বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় নাগরিকরা উন্নয়ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য গঠনমূলক প্রস্তাবনা দেন।  বাজেট ঘোষণার মাধ্যমে জনগণের অংশগ্রহণমূলক প্রশাসনের একটি উদাহরণ স্থাপন করল শাকিরখালী ইউনিয়ন পরিষদ। তারা আরও বলেন,এই উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে শাকিরখালী ইউনিয়ন পরিষদের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

চাটমোহর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা আটক

বরগুনার তালতলীতে জনগণকে সঙ্গে নিয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করলেন চেয়ারম্যান

পোস্ট হয়েছেঃ ১০:৫৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
বরগুনা জেলার তালতলী উপজেলার শাকিরখালী ইউনিয়ন পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট জনগণকে সঙ্গে নিয়ে ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক খান। আয়োজনে সহযোগিতা করেন উন্নয়ন সংস্থা ‘রাইট টু গ্রো’। এ অনুষ্ঠানে ইউপি সদস্য, স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মো. ফারুক খান তার বক্তব্যে গত অর্থবছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।  তিনি বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই আমরা উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”  তিনি আরও জানান, গত অর্থবছরে ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।  নতুন অর্থবছরেও জনগণের চাহিদা অনুযায়ী বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় নাগরিকরা উন্নয়ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য গঠনমূলক প্রস্তাবনা দেন।  বাজেট ঘোষণার মাধ্যমে জনগণের অংশগ্রহণমূলক প্রশাসনের একটি উদাহরণ স্থাপন করল শাকিরখালী ইউনিয়ন পরিষদ। তারা আরও বলেন,এই উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে শাকিরখালী ইউনিয়ন পরিষদের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।