
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মো. মিজানুর রহমান মোল্লা (৩৪) নামের এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১১ মে) রাতে কালুখালী থানার অন্তর্গত বল্লবপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোতালেব হোসেন। অভিযান চলাকালে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত মিজানুর রহমান মোল্লা কালুখালী উপজেলার বহরের কালুখালী গ্রামের বাসিন্দা। তিনি মো. ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গত ১০ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে মিজানুর রহমান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার (১২ মে) গ্রেফতারকৃত মিজানুর রহমান মোল্লাকে রাজবাড়ী জেলা আদালতে সোপর্দ করা হবে।