
কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে কবি সুকান্ত মেলা। ইতোমধ্যে উপজেলা প্রশাসন মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
আগামীকাল মঙ্গলবার (১৩ মে) উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে সুকান্তের পৈত্রিক ভিটায় এ মেলার আয়োজন করেছে কোটালীপাড়া উপজেলা প্রশাসন ।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সুকান্ত মেলার উদ্বোধন করবেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতাসহ থাকবে বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিশুদের খেলনা, হস্ত ও কুটির শিল্প পণ্যের পসরা সাজিয়ে বসবে গ্রামীন মেলা। এই মেলাকে কেন্দ্র করে নবরুপে সেজেছে কবির বাড়ীসহ আশপাশের এলাকা। কবির বাড়ীটি সার্বক্ষনিক ভাবে মনিটরিং করছেন উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী ।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মঈনুল হক বলেন, স্থানীয় সুধীজনরে সহযোগিতায় উপজেলা প্রশাসন এ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আমরা মেলার সকল আয়োজন শেষ করেছি। আমি চাইবো প্রশাসন ও এলাকাবাসী যেন আগামীতে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য এ ধরনের বর্ণাঢ্য মেলার আয়োজন করেন। এ ছাড়াও কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিৎ।
ঊল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম নেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্যেও মৃত্যু হয়। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবা ধ্বনিত হয়েছে।#