
৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরিয়া এফসি (আর্মি) এর কার্যালয়ের বিশেষ সেবা কার্যক্রম বাংলাদেশের কম্পন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী (১২-১৫ মে ২০২৫) উদযাপন উপলক্ষে ১২ মে ২০২৫ তারিখে একটি বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করে।
এই উপলক্ষে এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এর কার্যালয়, সাভার, সেনানিবাস-এ নাগরিকদের জন্য বিভিন্ন প্রকার আর্থিক ও প্রশাসনিক সেবা দ্রুততম সময়ে ও সহজ উপায়ে প্রদান করা হয়।
এই বিশেষ সেবা কার্যক্রমের মাধ্যমে এরিয়া এফসি (আর্মি) এর কার্যালয় সাভারের কর্মকর্তা কর্মচারী তাদের জনসেবার প্রতিশ্রুতি ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেছে। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীগণ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করেন।
এ ধরনের উদ্যোগ সরকারের ডিজিটাল ও জনবান্ধব সেবা নিশ্চিতকরণ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে অত্র কার্যালয়ের এরিয়া এফসি (আর্মি) মহোদয় জনাব মো. আরিফুর রহমান আশা প্রকাশ করেন।