
মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে শহরের পৌর ঈদগাহ গেট থেকে এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। রেলির নেতৃত্ব দেন ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট আজিরন নেসা। এ সময় আরো উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার ইসমত আরা, বেলাইতুন্নেসা, সোনালী হাওলাদারসহ নার্সিং নেতৃবৃন্দ। র্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে জেনারেল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। রালিতে নার্সিং সেবার প্রতিকৃতি হিসেবে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে দেখানো হয়। কর্মসূচীতে হাসপাতালের সেবিকা, শিক্ষানবিশ সেবিকাসহ বিভিন্ন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।