
কালিগঞ্জ কৃষ্ণনগরে ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া পারভীন (আলো) বিরুদ্ধে মানব বন্ধন করেছে এলাকা অভিভাবক ও সাধারণ মানুষ।
১২ মে সোমবার সকাল১০ টার সময় ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিভাবক ও এলাকার সর্বসাধারণ মানুষ অভিযোগ করেন যে তিনি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী দের সাথে খারাপ ব্যবহার করেন এবং অত্রপ্রতিষ্ঠানের সাবেক সভাপতি সাথে ও ভালো ব্যবহার করেন না। তাই
অভিভাবক ও এলাকার মানুষের উপজেলা শিক্ষা অফিসারে কাছে দাবি আছিয়া পারভীন (আলো) কে অতি দ্রুত স্কুল থেকে প্রত্যাহার করতে হবে।
এ ব্যাপারে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ,কে,এম মোস্তাফিজুর রহমানের জানতে চাইলে তিনি বলেন উভয় পক্ষ আমার কাছে অভিযোগ দিয়েছে, আমি এ বিষয় তদন্ত করে ব্যবস্থা নেব। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন কে জিজ্ঞাসা করলে তিনি এ ব্যাপারে কিছু না বলে এড়িয়ে যান।