
১৪মে, বুধবার বিকেল ৫টার দিকে খুলনা থেকে আসা চিলাহাটি গামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলষ্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।নিহতের নাম মো. শাহজালাল আলী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের গুড়গুড়ি হাজিপাড়া গ্রামের মো. কাওছার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন রেলষ্টেশনে প্রবেশের সময় হঠাৎ ওই যুবক ইঞ্জিনের সামনে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের চা’কায় কাটা পড়ে তার মাথা ও একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।