
রাজবাড়ী জেলার পাংশায় ট্রাকের ধাক্কায় একটি ভ্যান দুমড়ে-মুচড়ে গেলে ভ্যানচালক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ মে) সকালে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে।
নিহত ভ্যানচালকের নাম জয় শেখ (৩০)। তিনি পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের মাসলিয়া গ্রামের কালাম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে জয় শেখ তার ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন, এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাংশা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।