
আসন্ন এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের প্রতিবাদে শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা পথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরা শরণখোলা থেকে মোরেলগঞ্জে আর মোরেলগঞ্জের এইচএসসি পরীক্ষার্থীরা শরণখোলার ভেন্যুতে অংশগ্রহণ করবে। ভেন্যু পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা উপস্থিত হয় । ১৫ মে বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট থেকে শরণখোলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ২ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি শরণখোলা থেকে মোরেলগঞ্জের আসা-যাওয়ার দূরত্ব প্রায় ৪৪ কিলোমিটার এতটা পথ যাতায়াত করলে অর্থ, সময় সহ সড়ক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে । বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শরণখোলার যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার ভেন্যুর দাবি করেন ।শিক্ষার্থীরা আরো ঘোষণা দেন শিক্ষার্থীদের দাবি না মানলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও সহ কলেজের ক্লাস বর্জন করবে। শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির বলেন এই প্রচন্ড গরমে শরণখোলা থেকে মোরেলগঞ্জ আসা-যাওয়া প্রায় ৪৪ কিলোমিটার পথ অতিক্রম করে পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য অর্থনৈতিক, যানবাহনের সমস্যা সহ বিভিন্ন রকমের সমস্যা। এইচএসসি পরীক্ষা যে সময় অনুষ্ঠিত হবে তখন থাকবে বৃষ্টি কাল। বৃষ্টি ও গরমের মধ্যে দূর থেকে আসা শিক্ষার্থীদের দুর্ভোগের কথা ভেবে আমি যোগাযোগ করেছি উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক,যশোর পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের সাথে। শিক্ষার্থীদের দাবির বিষয়ে শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন শিক্ষার্থীদের দাবি যুক্তিক। তিনি বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানিয়েছেন। বাগেরহাট জেলা প্রশাসক মহোদয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে।