
১৪.০৫.২০২৫ইং,
নীলফামারী জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করছে। আজ সকাল থেকেই সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।হাসপাতালের বিভিন্ন বিভাগে তল্লাশি চালানো হচ্ছে। দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। দুদকের এই অভিযানকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।