
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা নামক স্তানে বাস-ট্রাক সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯:৩০ মিঃ সময় দুর্ঘটনাটি ঘঠে বলে জানা যায়। প্রত্যক্ষদর্ষীরা জানান সিলেটগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই এক জন মারা যায় এবং আরো অনেকেই আহত হন। এর মধ্যে ৪ জন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। আহতদের উদ্বার করে স্থানীয় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এবং দূর্ঘটনায় নিহত ব্যাক্তির পরিচয় তাৎক্ষণিক ভাবে সনাক্ত করা যায়নি। এ দূর্ঘটনার কারনে ঢাকা-সিলেট
মহাসরকে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে হাইওয়ে পুলিশের সহযোগিতায় যানবাহন চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।