০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের কাস্টম কমিশনার জাকির হোসেন বরখাস্ত

  • বশির আলমামুন
  • পোস্ট হয়েছেঃ ১১:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 147
চট্টগ্রাম কাস্টম হাউসের (চলতি দায়িত্বপ্রাপ্ত) কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর । মঙ্গলবার (১ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে সই করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর অধীন কর্মকর্তা জাকির হোসেন গত ২১ জুন ও ২৮ জুন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। অথচ ১৮ জুন জারি করা এনবিআর-এর নির্দেশনায় ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এই নির্দেশনা অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ‘সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮’ এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাকে ওই ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

যৌতুকের জন্য শারীরিক নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় পেটের বাচ্চা ও মায়ের মৃত্যু

চট্টগ্রামের কাস্টম কমিশনার জাকির হোসেন বরখাস্ত

পোস্ট হয়েছেঃ ১১:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
চট্টগ্রাম কাস্টম হাউসের (চলতি দায়িত্বপ্রাপ্ত) কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর । মঙ্গলবার (১ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে সই করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর অধীন কর্মকর্তা জাকির হোসেন গত ২১ জুন ও ২৮ জুন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। অথচ ১৮ জুন জারি করা এনবিআর-এর নির্দেশনায় ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এই নির্দেশনা অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ‘সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮’ এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাকে ওই ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।