০৮:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুর শহরে সাবেক সংসদ সদস্য এ কে আজাদের বাসায় গিয়ে হুমকি-ধামকির অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করা হয়েছে

  • Monoar Hossain Jisan
  • পোস্ট হয়েছেঃ ০৬:৩০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • 64
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হা-মীম গ্রুপের প্রধান ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান (৪০) মামলার আবেদন করেন বলে কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা আহাদউজ্জামান জানান।
তিনি বলেন, “বৃহস্পতিবার এ কে আজাদের বাড়িতে সংঘটিত ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানার ওসি সাহেব বর্তমানে বাইরে আছেন। তিনি এলে বিষয়টি তাকে অবগত করা হবে।”
এতে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি করা হয়েছে- ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফাকে। অন্যান্য আসামিদের মধ্যে আছেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন (৩৮), কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদল সহসভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০)।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে একদল উগ্র সন্ত্রাসী হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড মো. মেহেদী হাসানকে খুন-জখমের হুমকি দিয়ে এ কে আজাদের বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। তারা বাড়ির ভিতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়াতে রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

ফরিদপুর শহরে সাবেক সংসদ সদস্য এ কে আজাদের বাসায় গিয়ে হুমকি-ধামকির অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করা হয়েছে

পোস্ট হয়েছেঃ ০৬:৩০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হা-মীম গ্রুপের প্রধান ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান (৪০) মামলার আবেদন করেন বলে কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা আহাদউজ্জামান জানান।
তিনি বলেন, “বৃহস্পতিবার এ কে আজাদের বাড়িতে সংঘটিত ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানার ওসি সাহেব বর্তমানে বাইরে আছেন। তিনি এলে বিষয়টি তাকে অবগত করা হবে।”
এতে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি করা হয়েছে- ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফাকে। অন্যান্য আসামিদের মধ্যে আছেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন (৩৮), কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদল সহসভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০)।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে একদল উগ্র সন্ত্রাসী হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড মো. মেহেদী হাসানকে খুন-জখমের হুমকি দিয়ে এ কে আজাদের বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। তারা বাড়ির ভিতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকেন।