
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছিনতাই ও মারপিটের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন এক ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার( ৩ জুলাই) বিকেলে রাণীশংকৈল উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন জেল খানা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বিকালে ঐ এলাকার আব্দুল হালিমের ছেলে ইমরান আলী বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে পথরোধ করে পরিত্যক্ত জেলখানার ভিতরে নিয়ে যায় এসময় তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা-পয়সা সহ তার মাথার বাম সাইডে ছুরিকাঘাত করে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ইতিমধ্যে তার বাবা আব্দুল হালিম ঘটনাস্থলে এলে তাকেও সন্ত্রাসীরা লাঠির আঘাত করে এবং মারাত্ম্যক ভাবে জখম করে। পরে স্থানীয়রা আহত ইমরান ও তার বাবা আব্দুল হালিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ইমরানকে দিনাজপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে রাণীশংকৈল থানায় ঐ এলাকার মাসুদ রানা ওরফে নিশান, আব্দুল্লাহ, আল আমিন, স্বাধীন, বক্কর কসাই, ও ওমর ফারুকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করা হয়।
এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে তদন্তের ভিত্তিতে মামলা রুজু করা হবে। দোষীদের সনাক্তে অভিযান চলছে।