
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান
চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে। এসময় মাদক
ব্যবসায়ী দুইজনের নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান
জানান,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে
উপজেলার স্থল বড়বড়িয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ওই গ্রামের
নছোন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫) ও গিয়াস উদ্দীনের ছেলে মোতালেব
হোসেন (৩৬) কে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৫০গ্রাম
গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা
হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার
হোসেনের ছেলে তানসিন আলী (৩৫) ও পশ্চিম বালু ভরা গ্রামের আব্দুল
আজিজের ছেলে আলমগীর হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।