
গাজীপুরের কোনাবাড়ি এলাকার ভাগা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বহু দোকান ও মূল্যবান পণ্যের মালামাল। শনিবার (৬ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে স্থানীয়রা জানান, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের বিভিন্ন দোকানে।
চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছিল অধিকাংশই। দোকানগুলোতে থাকা অসংখ্য পণ্য আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা সম্ভব না হলেও ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, টাকার অঙ্কে এই ক্ষতি কোটি টাকায় পৌঁছাতে পারে।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভাগা বাজারের এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের সব স্বপ্ন আগুনে পুড়ে গেছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও, ক্ষয়ক্ষতির ভয়াবহতা এলাকার সাধারণ মানুষের জীবন ও জীবিকায় বড় আঘাত হেনেছে।