
১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাদারীপুর জেলা সদর মডেল জামে মসজিদের নির্মাণকাজ সম্পূর্ণ হলেও এখনো ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় করতে হচ্ছে পাশেই অবস্থিত একটি অস্থায়ী টিন শেড ঘরে।
সরকারের মডেল মসজিদ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় নির্মিত মসজিদগুলোতে ইতোমধ্যেই মুসল্লিরা নামাজ আদায় শুরু করলেও মাদারীপুরের দৃষ্টিনন্দন এই মডেল মসজিদটি উদ্বোধনের অপেক্ষায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। ফলে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সব কাজ শেষ হলেও কেন এখনো মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়নি, তা স্পষ্ট নয়। তারা দ্রুত মসজিদটি উদ্বোধনের দাবি জানিয়েছেন।