
চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার কে চন্দনাইশ থানায়এবং চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামান কে পটিয়া থানায় বদলী করা হয়েছে। ৭ জুলাই/২৫, সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তুর সাক্ষরিত এ বদলীর আদেশ হয়।
সম্প্রতি পটিয়া থানায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের একনেতাকে গ্রেফতার করন বিষয়ে পটিয়া থানার ওসি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ’ সময় ৯ ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার মহসড়কে অবরোধ থাকে,জনদূূর্ভোগ হয়।এ’হেন পরিস্থিতিতে পটিয়া থানার ওসি জায়েদ নুর কে উঠিয়ে চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়।
বদলীর আদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, দক্ষ চৌকস অফিসার বদলী বলে উল্লেখ করা হয়।