
সচেতন নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণে নতুন আশার সঞ্চার
কুড়িগ্রামের রাজিবপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই (সোমবার) বিকেলে রাজিবপুর সরকারি পালট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
উদ্যোগটি গ্রহণ করেন চর রাজিবপুর বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ মাহাবুব রসিদ মন্ডল। সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক অধ্যাপক গোলাম মোস্তফা।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতি, এবং যুবসমাজকে রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক সমাজকেই নেতৃত্ব দিতে হবে। এজন্য একটি সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর মাদক প্রতিরোধ কমিটি গঠনের উপর জোর দেন বক্তারা।
সভায় স্থানীয় শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের সচেতন নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলে একমত পোষণ করেন যে, রাজিবপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হন চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মন্ডল এবং সদস্য সচিব প্রভাষক মোখলেছুর রহমান। ৩১ সদস্য বিশিষ্ট খসড়া আহবায়ক কমিটি প্রস্তাব করা হয় । অচিরেই সর্বস্তরের শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হবে। এই কমিটি মাদকবিরোধী প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।
এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় একদিন রাজিবপুর সত্যিকার অর্থেই মাদকমুক্ত একটি উদাহরণ হয়ে উঠবে।