০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

  • Jahid khan
  • পোস্ট হয়েছেঃ ১২:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 109
‘ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী চাই’ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা এক বিক্ষোভ ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, নাগেশ্বরী উপজেলার কিছু অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিস্ট চক্র গোপনে সক্রিয় রয়েছে। এ চক্র স্বাধীন মতপ্রকাশ, ন্যায়বিচার ও প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্মারকলিপিতে বিএনপি দাবি করে, উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক পলাতক থেকেও নিয়মিতভাবে বেতন-ভাতা উত্তোলন করছেন, অথচ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
স্মারকলিপিতে দলটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়—
১. উপজেলায় সক্রিয় ফ্যাসিস্ট তৎপরতার তদন্ত ও দমন,
২. নাগেশ্বরী মহিলা কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন,
৩. গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ নিশ্চিতকরণ,
৪. জনমতের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা,
৫. ফ্যাসিস্ট ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে গ্রেফতার।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে জনগণ আরও কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোকজলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, মো. মকবুল হোসেন, মো. তানজিমুল ইসলাম কিরন, মো. মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্য সচিব মো. আজিজুল হকসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাড়ছে গোমতী নদীর পানি, কুমিল্লায় বন্যার শঙ্কা

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

পোস্ট হয়েছেঃ ১২:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
‘ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী চাই’ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা এক বিক্ষোভ ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, নাগেশ্বরী উপজেলার কিছু অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিস্ট চক্র গোপনে সক্রিয় রয়েছে। এ চক্র স্বাধীন মতপ্রকাশ, ন্যায়বিচার ও প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্মারকলিপিতে বিএনপি দাবি করে, উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক পলাতক থেকেও নিয়মিতভাবে বেতন-ভাতা উত্তোলন করছেন, অথচ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
স্মারকলিপিতে দলটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়—
১. উপজেলায় সক্রিয় ফ্যাসিস্ট তৎপরতার তদন্ত ও দমন,
২. নাগেশ্বরী মহিলা কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন,
৩. গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ নিশ্চিতকরণ,
৪. জনমতের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা,
৫. ফ্যাসিস্ট ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে গ্রেফতার।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে জনগণ আরও কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোকজলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, মো. মকবুল হোসেন, মো. তানজিমুল ইসলাম কিরন, মো. মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্য সচিব মো. আজিজুল হকসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।