
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে সার মজুদ ও মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ রাখার দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৩৬০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
(১৩ জুলাই) রবিবার বিকেলে কুমারখালী উপজেলার পান্টি ও চৌরঙ্গী বাজার এলাকায় এই অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।
আদালত সূত্রে জানা যায়, কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সার মজুদ ও মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ রাখার দায়ে পান্টি বাজারের পলাশ এন্টারপ্রাইজ ২০ হাজার টাকা এবং আজিম হোটেলকে ৫ হাজার টাকা।চৌরঙ্গী বাজারের মন্ডল এন্টারপ্রাইজকে ১০হাজার টাকা ও কুমারখালী স্বপ্ন সুপার শপকে এক হাজার টাকা কৃষি বিপণন আইন ২০১৮ কৃষি বিপণন বিধিমালা ২০২১ কৃষি বিপণনীতি ২০২৩ মোতাবেক জরিমানা করা হয়েছে। মোট ৪ জনকে ৪টি মামলায় ৩৬০০০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ ধবংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, অবৈধভাবে সার মজুদ ও মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ রাখার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।